প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা- কালিগঞ্জ রোডে পরিবহন-পিক আপের সংঘর্ষে আহত ৭

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজারের তালবাগান নামক স্থানে পরিবহনের সাথে পিক আপ এর মুখোমুখি সংঘর্ষ ৭ জন আহত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় এ দূঘটনা ঘটে। স্থানীয়রা জানান শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহন যশোর ব ১১-০১৯৯ এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী পিক আপ ঢাকা মেট্রো ড ১২-৪৪৭৬ এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। তারা জানান, শ্যামনগর থেকে ছেড়ে আসা হামদান পরিবহন অপরদিক থেকে আসা একটি রেনু পোনা বোঝাই পিকআপকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে দুমড়ে মুছড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভারসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন