প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাদক সেবনের টাকা না পেয়ে মায়ের মাথা ফাটালো ছেলে

 সিরাজুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনের জন্য দাবিকৃত টাকা না দেওয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আটক মো. তারেক হোসেন (২৩) উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তারেক হোসেন নেশাগ্রস্ত একটি যুবক। পাশাপাশি বেকার। সে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেশা গ্রহণ করে আসছে এবং নেশার টাকার জন্য মা তারা বেগমকে (৫৫) প্রায়ই মারধর করে থাকে। নেশাগ্রস্ত তারেক রোববার সকাল থেকে মাকে নেশা কেনার জন্য টাকা দিতে বলে। কিন্তু টাকা না থাকায় তিনি তা দিতে পারেনি। একপর্যায়ে বিকেলে তারেক তার মাকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে। মারপিটের এক পর্যায়ে মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এসে আহত তারা বেগমকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে স্বজনরা জানিয়েছেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে তারেককে আটক করা হয়েছে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন