প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভূমি মেলা ২০২৫ উদ্বোধন: সেবা মানুষের দোরগোড়ায়

শাহাদাত কামাল শাকিল: আজ ২৫ মে ২০২৫ খ্রি., কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ‘ভূমি মেলা ২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভূমি মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, ডিজিটাল সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মেলার এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এ প্রচেষ্টা।ভূমি মেলার সেবা স্টলসমূহ থেকে যেসব সেবা প্রদান করা হচ্ছে,ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারির আবেদন গ্রহণ,অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন ও তাৎক্ষণিক সরবরাহ ভূমি বিষয়ক যেকোনো জিজ্ঞাসার উত্তর প্রদান ২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।ভূমি মেলায় উপস্থিত থেকে সরাসরি সেবা ও পরামর্শ গ্রহণে উপজেলা ভূমি অফিস কর্তৃক সকলকে সবিনয় আমন্ত্রণ জানানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন