প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি : গণ অধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ রুমন বসুনিয়া।শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ আংশিক কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যে রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ গড়ে ওঠে, তা জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও জাতীয় স্বার্থকে ভিত্তি করে একটি সাম্য ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা।তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “গাইবান্ধা জেলা শাখাকে আমরা সম্মিলিত নেতৃত্বের মাধ্যমে আরও শক্তিশালী করব। খুব দ্রুত সাতটি উপজেলাতে কমিটি গঠন করে জেলা জুড়ে কার্যক্রম বিস্তৃত করা হবে।উল্লেখ্য, গণ অধিকার পরিষদ সাম্প্রতিক বছরগুলোতে দেশে বিকল্প রাজনৈতিক ধারার প্রতিষ্ঠা এবং তরুণদের সম্পৃক্ততায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন