প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

 মোঃ জাহিদ হোসেন জিমু :  নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” এই স্লোগান কে সামনে রেকে গাইবান্ধায় তিনদিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী জহুরুল হকসহ বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ মেলায় ১টি স্টল বসানো হয়েছে। বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলন সহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন