প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি ভোটঘর বাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : ২২/০৫/২০২৫ ইং বৃহস্পতিবার, মাদারীপুর জেলা, রাজৈর উপজেলার, ইশিবপুর ইউনিয়নের, ভোটঘর বাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, প্রধান কার্যালয়, সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি, ঢাকা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এফএভিপি মাসুদ রানা।মোঃ সানোয়ার হোসেন মিয়া, অত্র এজেন্ট পরিচালক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহমাদ রাসেল, শাখা ব্যবস্থাপক মাদারীপুর।পরিচালনা করেন, মোঃ জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার মাদারীপুর শাখা।প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অনুষ্ঠান শুরু হয়, এবং এজেন্ট আউটলেট এর পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রাহকদের মাঝে ক্রেস ও ছাতা বিতরণ করা হয় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন