প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার গাবতলীতে ভুমি উন্নয়ন মেলার উদ্বোধন

 গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৫ মে বগুড়ার গাবতলীতে তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা ও জনসচেতনামূলক সভা সহকারী কমিশনান(ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিধির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা সেলিম খান, আবুল কালাম আজাদ, আবেদ মওলা, মনির হোসেন, অফিস সহকারী বিজল কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানের প্রথমেয় র‌্যালী ও ফিতা কেটে মেলার উদ্ধোধন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন