
মোঃ রুবেল হোসেন, সাভার: সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকাল সাভার সিটি সেন্টারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। রবিবার (২৫মে) গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। গ্রেপ্তারকৃরা হলেন-গাজীপুর জেলার কাশিমপুর থানার চক্রবর্তী গ্রামের বাসিন্দা আল মামুন ইমন (২৬) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নরপাড়া গ্রামের বাসিন্দা শাওন আহমেদ (৩৫)। হামলায় আহত সাংবাদিক সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সাংবাদিক ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসকের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘ সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সোহেল রানা তার ব্যবহৃত মুঠোফোনটি মেরামতের জন্য সাভার সিটি সেন্টারের পেছনে ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় একটি সার্ভিস সেন্টারে যান। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে আল মামুন ইমন ও শাওন আহমেদসহ ভাড়াটে সন্ত্রাসীরা মিলে তার ওপর হামলা চালায়। তারা সোহেল রানার মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার কাছে থাকা ৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর পাশের সড়কে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।