প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রামে বিনা পারিশ্রমিকে যানজট নিরসনে স্বীকৃতির প্রশংসাপত্র

মো: লুৎফুর রহমান রাকিব: দেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিনা পারিশ্রমিকে যানজট নিরসন ও শৃঙ্খলা আনয়নে কাজ করায় স্বেচ্ছাসেবীদের স্বীকৃতির প্রশংসাপত্র দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। এরআগে বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ২০ স্বেচ্ছাসেবীকে এ সম্মাননা দেয়া হয়। স্বেচ্ছাসেবীরা হলেন; আরমান হোসেন, আবু সায়েম, ইয়াছিন আরাফাত, সালাহ উদ্দিন, মিনহাজ উদ্দিন, রিপ্ত, জোবায়েদ হোসেন, শাহরিয়ার ইসলাম, শাহাদাত হোসেন সানি, ইজাজ সানি, নাফিউ, তানিম, মোস্তাফিজ, মহিন, সাজ্জাতুল ইসলাম রাপি, মোঃ সাগর, রাকিব হোসেন, সাব্বির হোসেন, রিয়াজ উদ্দিন ও ওসমান মজিদ। স্বেচ্ছাসেবীদের প্রশংসাপত্র প্রদানের সময় এসিল্যান্ড জাকিয়া সরওয়ার লিমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির প্যানেল চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ‘স্বীকৃতি হল প্রেরণা, অনুপ্রেরণা এবং কর্মতৎপরতার মূল চালিকাশক্তি। আর স্বেচ্ছাসেবকগণ এমনই নিঃস্বার্থভাবে জনস্বার্থে সেবা প্রদান করে, যেখানে স্বীকৃতি একমাত্র উৎসাহ। কাজেই চৌদ্দগ্রাম পৌরসভাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানযট নিরসন ও শৃঙ্খলা আনয়নের মাধ্যমে বিগত ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদকরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের ‘স্বীকৃতির প্রশংসাপত্র’ প্রদান করা হয়েছে’।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন