প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় “রূপসী রেখার অন্তরালে” কাব্যগ্রন্থ-র মোড়ক উন্মোচন

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় “রূপসী রেখার অন্তরালে” কাব্যগ্রন্থ-র শুভ মোড়ক উন্মোচন করা হয়েছে। রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের প্রথম প্রকাশিত “রূপসী রেখার অন্তরালে” কাব্যগ্রন্থ-র শুভ মোড়ক উন্মোচন শনিবার সকালে রোজবাড কিন্ডারগার্টেন-এ অনুষ্ঠিত হয়েছে। রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, রূপসী বাংলার প্রতিষ্ঠাতা বেগম শামসুন্নাহার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যড. এফএম এ রাজ্জাক, এ্যড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক সুফল মন্ডল, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, বীরমুক্তিযোদ্ধা সরদার মো. নাজিম উদ্দীন, ব্রততী শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়।পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ কুমার ঢালী-র সঞ্চালনায় বক্তৃতা করেন, কবি ও ব্যাংকার বিকাশেন্দু সরকার, কবি জিএম এমদাদ, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, লুৎফর রহমান, পঞ্চানন সরকার, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক বিভাসেন্দু সরকার ও পূর্ণ চন্দ্র মন্ডল, কবি অসীম রায়, সুশান্ত বিশ্বাস, তুহিন সরকার, চিকিৎসক জসিম উদ্দিন, লুৎফর রহমান, চিকিৎসক নাজমুল আহসান, মিনারুল ইসলাম, ইয়াসমিন আরা, বাপ্পি রাহা, সুজিত দেবনাথ প্রমুখ। এসময় আলোচনা সভা, স্ব-রচিত কবিতা আবৃত্তি, গান শেষে সংশ্লিষ্ট কবিদের কাব্যগ্রন্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন