প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে ২৩ মামলার পলাতক আসামি ডাকাত আপেল মাহমুদ গ্রেফতার

মোহাম্মদ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ এক অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । ডাকাত আপেল মাহমুদ কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন । ২৩শে মে শুক্রবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ মৃত নোয়াব আলী এবং বিলকিস বেগমের পুত্র।পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান‌ গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।পুলিশ আরও জানান আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন