প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের ভাই ছোটন গ্রেপ্তার

মিনহাজুল বারী,বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাবেরী আলম ছোটন (৪২) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে উপজেলার বালুয়া ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম বুটু মণ্ডলের ছেলে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নুরানী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের আপন ফুপাতো ভাই। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান তথ্য নিশ্চিত করে জানান, সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন