প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাগরিক সমস্যা মুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ

 এস এম আলমগীর চাঁদ,বিশেষ প্রতিনিধি : একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তি জাহিদুল ইসলাম জাহিদ। কোনো কিছু চাওয়া পাওয়ার হিসাব না করে স্কুল জীবন থেকে আজ অবধি স্বাধীনতার ঘোষক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে হাতে গোনা যে কয়েকজন নেতা রাজনীতির মাঠে আছেন তিনি তাদের মধ্যে অন্যতম। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর পুংগলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক । মামলা জুলুম সহ নানাবিধ নির্যাতন নিপীড়ন হয়রানিকে পিছনে ফেলে তারেক জিয়ার রাষ্ট্র কাঠামো নির্মানের 31 দফা বাস্তবায়নের কান্ডারী দেশনেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থেকে জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পুংগলী ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তিনি। তিনি নেতৃত্বের প্রতি অবিচল থেকে সেবার ব্রত নিয়ে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের বিপদ আপদে ছুটে বেড়ান। তিনি পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ডেমরা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক । সৎ,নিষ্ঠাবান , পরোপকারী জাহিদুল ইসলাম জাহিদ । জিয়াউর রহমানের আদর্শে উজ্জ্বীবিত হয়ে মানব সেবার ব্রত নিয়ে তিনি জড়িয়ে পড়েন বিএনপির রাজনীতিতে। তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি জনসেবা মুলক কাজ করে যাচ্ছেন । সৈরাচারী হাসিনা সরকারের আমলে কারাবন্দী হয়েছেন একাধিক বার। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে তার কোন ক্যাডার বাহিনী নাই। স্বচ্ছ রাজনীতির কারণে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, টেন্ডারবাজী ও চাঁদাবাজীর মতো কোন অপকর্মের নূন্যতম সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। বরং মাদক ও সমাজ বিরোধী অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে সুনাম অর্জন করেছেন। ছাত্র সমাজের ন্যায়সঙ্গত বিভিন্ন আন্দোলন, স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অংশগ্রহন করেছেন তিনি । শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে তার প্রতিবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ও সুস্থ্য ধারার রাজনীতি প্রবর্তনে অঙ্গিকারবদ্ধ জাহিদুল ইসলাম জাহিদ মানুষের কল্যাণে সেবার ব্রত নিয়ে পুংগলী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে চান । পুংগলী ইউনিয়নবাসীর প্রাণের দাবি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহিদুল ইসলাম জাহিদ কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন