প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ডোমারশাখা অফিসে আজকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ডোমারশাখা অফিসে আজকে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হলো। গ্রাহকদের মাঝে বিমা নিয়ে কথা তুলে ধরেন ডিজিএম মোঃ মানিক ইসলাম তিনি বক্তব্য রাখেন তিনি বলেন বীমা কেন করবেন বীমা আপনার জীবনে যদি করা থাকে তাহলে বৃদ্ধ বয়সে আপনার কারো কাছে হাত পাততে হবে না এবং এবং তিনি আরো কথা বলেন। গ্রাহকের অকাল মৃত্যুতে বৃদ্ধ বয়সে বা অবসর জীবনে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করাই এই বিমার প্রধান লক্ষ্য এই পরিকল্প মেয়াদ শেষে বিমা গ্রাহক কে বীমার নির্দিষ্ট অংক বীমার অংক অর্জিত বোনাস সহ প্রদান করা হয় আর মেয়াদকালে যে কোনো সময় বীমা গ্রাহক মৃত্যুবরণ করলে বীমার পুরো টাকা এবং এ সময় পর্যন্ত অর্জিত বোনাসহ তার নমিনিকে প্রদান করা হয়। নামমাত্র বাড়তি প্রিমিয়াম দিয়ে অতিরিক্ত দুর্ঘটনা ঝুঁকি সহযোগী বীমা নেয়া যায় অনভিপ্রেত দুর্ঘটনায় যদি বীমা গ্রাহক দুর্ঘটনার দিন থেকে ৯০ দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। তবে ওনার মনোনীত ব্যক্তি কে বীমা অংকের দিগুন অর্থ প্রদান করা হয় কিংবা যদি দুর্ঘটনার কারণে শারীরিকভাবে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েন তাহলেও মূল বীমা অংক প্রদান করা হয়। এবং ভবিষ্যতে প্রদয় সব প্রিমিয়াম মাপ করে দেয়া হয়। আরো বিমা নিয়ে কথা বলেন জিএম মোঃ হাবিবুর ইসলাম তিনিও এ বিষয়গুলো নিয়ে কথা বলেন। এ সময় আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন