প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ১৭ জন

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: চূড়ান্ত ফলাফল শেষে নিজের নাম ঘোষণার পর পরেই আবেগে মাটিতে সেজদায় লুটিয়ে পড়েন অনেকেই । ছেলের চাকরি খবর শোনে   কেঁদে ফেলেন  অভিভাবকরাও বিশ্বাস করতে পারছেন না যে, তাদের ছেলের বিনা পয়সায় চাকরি হয়েছে।  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এরুপ দরিদ্র পরিবারের সন্তানরা  মাত্র ১২০টাকায় আবেদন ফি’তে চাকরি হয়েছে।  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পুলিশ লাইন্স এর গ্রীলসেট’এ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এতে ৩০জন পুরুষ ও ৫জন নারীর মধ্যে ১৫জন পুরুষ ও ২জন নারী চাকরি প্রত্যাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।  অনুষ্ঠানে নির্বাচিত টিআরসি সদস্যদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়।  এসময় পুলিশ সুপার বক্তব্যে বলেন, “যোগ্যতা, নিষ্ঠা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের সততা ও কর্তব্যবোধের মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।” অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, টিআরসি নিয়োগপ্রাপ্ত সদস্য ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আবেগঘন ও গর্বের মুহূর্ত, যা নতুনদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সৈয়পুর সার্কেল এ, কে, এম ওহিদুন্নবী,  সহকারী পুলিশ সুপার ডি সার্কেল রংপুর নাহিদ হাসানসহ লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন