আমিনুল ইসলাম: বগুড়ার গাবতলী মডেল থানার অভিযানে ২১শে মে বুধবার ওসি সেরাজুল হকের দিকনির্দেশনায় ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই ইফতেখারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা পশ্চিম পাড়ার ইংরেজ রহমানের ছেলে মোন্তেজা রহমানেরকে রাত সাড়ে ১০টায় মাদকদ্রব্য বিক্রয় করাকালীন ১০০ গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। ২২মে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উপরোক্ত তথ্যটি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি সেরাজুল হক। তিনি আরো জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।