প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা: সাবেক এমপিসহ ৮৫ নেতার নামে মামলা দায়ের

গাইবান্ধা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীমকে হত্যাচেষ্টার ঘটনায় ঘটনার ১০ মাস পর মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক ছয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) রাতে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জীম নিজেই। মামলা সূত্রে জানা যায়, গত বছর বায়োজিদ বোস্তামি জীমের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। হামলার ঘটনায় দীর্ঘ সময় ধরে বিচার না পাওয়ায় অবশেষে তিনি আইনের আশ্রয় নেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন