প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলী মডেল থানার অভিযানে মাদকসহ গ্রেফতার -১

 মোঃ মিনারুল ইসলাম ,নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী মডেল থানার অভিযানে ২১শে মে বুধবার ওসি সেরাজুল হকের দিকনির্দেশনায় ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই ইফতেখারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা পশ্চিম পাড়ার ইংরেজ রহমানের পুত্র মোন্তেজা রহমানেরকে রাত ১০.৩০মিনিটে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় করাকালীন ১০০ গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। ২২মে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উপরোক্ত তথ্যটি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি সেরাজুল হক। তিনি আরো জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন