প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় সিএনজি চালক গ্রেফতার

 মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ইউনুছ আলী (৫৩) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেল চারটায় কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। গ্রেফতারকৃত ইউনুছ আলী ফেনী জেলার সদর থানার দৌলতপুর গ্রামের সিদ্দিক আহমেদ এর ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ জনতা মার্কেট এলাকায় শশুর বাড়ীতে ঘর জামাই থেকে সিএনজি চালাতেন। ভুক্তভোগীর পরিবার তার শ্যালক রুবেল এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ৮ বছরের শিশুকে বিস্কিট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন সিএনজি চালক ইউনুছ আলী। পরের দিন ওই শিশুর বাবা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত সিএনজি চালক। এরপর অভিযুক্ত ইউনুস আলীকে ধরতে মাঠে নামে কোনাবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন