প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) রাত ৯টায় উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাড়ী২৪.কম- এর পলাশবাড়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “গতকাল নবজাতক উদ্ধারের ঘটনার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও সম্মানহানিকর।” তিনি জানান, “বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে আমার নাম জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নবজাতক শিশুটি বা তার মায়ের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না এবং নাই।” তিনি আরও বলেন, “আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী নুরমহল শ্যামলী বেগম, কিশোরগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য সামিউল ইসলাম,চাচাত ভাই আশরাফুল ইসলাম, হারুন ও সাইদুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন