প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ভালোমানুষ তাঁকেই বলে.

ভালোমানুষ তাঁকেই বলে…
১। যে নিজেকে সুন্দর রাখে এবং যে অন্যকে ভাল রাখে, অন্যের ভালো দেখলে খুশী হয়।
২। যে সবসময় পজিটিভ চিন্তা করে, নেগেটিভিটি যাকে স্পর্শ করে না।
৩। যে সততার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং কমিটমেন্ট ঠিক রাখে।
৪। যে কখনো অন্যের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় না। যে অন্যদেরকে সম্মানের চোখে দেখে, বিশেষ করে নারীদেরকে।
৫। যে মানুষের উপকার করতে ভালবাসে, উপকার করতে না পারলে নীরব থাকে কিন্তু কখনো কারো ক্ষতির কারণ হয় না।
৬। যে কখনো নিজে একা বড় হবার চিন্তা করে না, আশাপাশের মানুষকে ও পরিবারকে নিয়ে বড় হতে চায়।
৭। যার মাঝে পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ আছে এবং যে মা-বাবাকে যত্ন করে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন