প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারের হেমায়েতপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল হোসেন, সাভার : সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০০( চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ মে ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন । এর আগে, সোমবার রাতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্ৰেফতার করা হয়। আটককৃত, মাদারীপুর জেলার সদর থানা লক্ষিপুর মাতাব¦র বাড়ী ৩ নং ওয়ার্ড শিলারচর ইউনিয়নের হাসেম মাতাব্বরের ছেলে মোঃ সালাউদ্দিন (৪৮)। ডিবি পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এর দক্ষিন পাশে দ্বীন ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ এর একটি চৌকষ টিম ।এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে। এ বিষয় ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাত পনে ৯টার দিকে ৪০০ পিস ইয়াবাসহ একমাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন