প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় কালোবাজারে ১৭ বস্তা ওএমএস চাল সহ আওয়ামী লীগ নেতা আটক

মোঃ মেহেদী হাসান ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) এর ১৭ বস্তা চালসহ একজন ডিলারকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তি বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন।জানা গেছে, আজ ২০ মে দুপুরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ওএমএসের ১৭ বস্তা (প্রায় ১০০০ কেজি) চাল উত্তোলন করেন আফজাল হোসেন। পরে তিনি বোনারপাড়ার কলেজ মোড় এলাকায় গিয়ে বস্তা পরিবর্তন করে সেগুলো কালোবাজারে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন এবং তাকে আটক করেন।স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চালসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।এ বিষয়ে সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম জানান, নিয়ম অনুসারে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন