প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহী পুঠিয়ায় সাবেক পৌর মেয়র আল মামুনের সংবাদ সম্মেলন

 মোঃ আফতাবুল আলম,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগ সন্ত্রাসী নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় নিয়ে পুনর্বাসনের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে পুঠিয়ায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির কারা নির্যাতিত নেতা সাবেক পৌর মেয়র আল মামুন খান। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেছেন, যারা ৫ আগস্টেও আগে আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে জেল খাটিয়েছে তারাই এখন কতিপয় বিএনপি নেতাদের মদদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির ত্যাগী নেতাদের উপর হামলা ও অফিস ভাংচুরের মতো ঘটনা ঘটিয়ে তাকে বিতর্কীত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে। জেল জুলুম শিকার হয়েছি। তাহলে কি আন্দোলন সংগ্রাম করা কি আমার অপরাধ? অবিলম্বে দোষিদের গ্রেফতার শাস্তির দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন