প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিয়ামতপুরে নবউদ্যমে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত হয়েছে। নিয়ামতপুর থানার প্রাণকেন্দ্র চারমাথার মোড়ে গঠিত হয়েছে সংগঠনটির নতুন থানা কমিটি, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে জনসেবায় আত্মনিয়োগের প্রত্যয়ে এগিয়ে এসেছে।নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি: মোঃ জালান উদ্দিন (সেন্টু),সাধারণ সম্পাদক: মোঃ কামাল সোনার,সাংগঠনিক সম্পাদক: মোঃ রেজাউল করিম,এই নবগঠিত কমিটি ৬৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক পূর্ণাঙ্গ কমিটি হিসেবে অনুমোদিত হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।উপস্থিত ছিলেন:, মোঃ ফরিদ আহমেদ, সহ-সভাপতি, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, কেন্দ্রীয় কমিটি ঢাকা।মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মুন্নি), আহবায়ক, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, নওগাঁ জেলা,মোঃ জাহাঙ্গীর আলম,সদস্য সচিব, জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল, নওগাঁ জেলা।এই উদ্দীপনা শুধু একটি রাজনৈতিক সংগঠনের অগ্রযাত্রা নয়, বরং এটি নিয়ামতপুরের তরুণ সমাজের দেশপ্রেম, গণতন্ত্র এবং উন্নয়নের পথচলার এক নতুন সূচনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত সৈনিকরা দেশের সেবা ও জাতির উন্নয়নে কাজ করার দৃঢ় সংকল্প নিয়ে পথ চলা শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন