প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ষড়যন্ত্র যার পথ রোধ করতে পারেনি-কোনোদিন পারবেও না,এম.রসিদুজ্জামান মিল্লাত

 মোঃ শামীম মিয়া,স্টাফ রিপোর্টার : দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা এম. রসিদুজ্জামান মিল্লাত। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ , দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত ,শুধু জামালপুর জেলা নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে তিনি এক জীবন্ত কিংবদন্তি। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) জন্য নিজেকে উৎসর্গ করেছেন এই নেতা। জুলুম-অত্যাচার, কারাবরণ, মিথ্যা মামলা—কোনো কিছুই তাকে দল ও জনগণের সেবা থেকে বিরত রাখতে পারেনি। আজ তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষের মতো গুরুদায়িত্বে , যা তার দক্ষতা ও দলের প্রতি অগাধ আস্থার প্রমাণ। জনগণের ভালোবাসায় সিক্ত এক নেতাঃ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্বে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। আজও এলাকাবাসী সেই সোনালি দিনগুলো গর্বের সাথে স্মরণ করে। তার জনপ্রিয়তা এতটাই প্রবল যে, বিরোধীরা তাকে সরাসরি মোকাবিলার সাহস পায় না। তাদের কাছে—নির্বাচনের মাঠে মিল্লাতকে পরাজিত করার একমাত্র উপায় হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্রের রাজনীতি vs জনগণের আস্থাঃ ২০০৮ সালে তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখা হয়। কিন্তু আজও সেই মামলার দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট শুধু সময়ক্ষেপণ করেছে, যাতে জনপ্রিয় এই নেতা জনগণের ভোটেরমাঠে দাঁড়াতে না পারেন। ২০১৮ সালে বিএনপি তাকে মনোনয়ন দিলে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায়। “নিশি রাতের ভোট” হিসাবে পরিচিত ওই নির্বাচনেও বিরোধীরা এতটাই ভীত ছিল যে, আবারও ষড়যন্ত্র করে তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়। ৫ই আগস্টের পরও ষড়যন্ত্র থামেনিঃ ৫ই আগস্টের পর ফ্যাসিবাদের পতন হলেও মিল্লাত সাহেবের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা চলমান। বিরোধীরা জানে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি যদি নির্বাচনে দাঁড়ান, তাহলে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা অপপ্রচার ও প্রোপাগান্ডাকে হাতিয়ার করেছে। জনগণই শেষ কথা বলবেঃ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—মিল্লাত সাহেব তাদের হৃদয়ের নেতা। অপপ্রচার, মিথ্যা মামলা, হয়রানি কিংবা প্রপাগান্ডা তার জনপ্রিয়তাকে ধূলিসাৎ করতে পারবে না। ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্রকারীরা কখনোই টিকে থাকে না। জনগণের অকৃত্রিম ভালোবাসা ও আস্থাই Rashiduzzaman Millat সাহেব প্রধান শক্তি। ইনশাআল্লাহ, আসন্ন দিনগুলোতে জনগণের বিজয় হবে, মিল্লাত সাহেব বিজয় হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন