প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামপালে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

 রামপাল (বাগেরহাট): বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার ( ১৬ মে ) সকালে রামপাল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বসতবাড়ি থেকে ধর্ষণের অভিযোগে আসামী মোঃ মনির শেখ (৫৫) কে গ্রেপ্তার করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়ন এর মৃত শাহাবুদ্দিন শেখ এর পুত্র। রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন