প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সাভারে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

মোঃ রুবেল হোসেন, সাভার : সাভারের আশুলিয়ায় একটি অবৈধভাবে সিসা গলানোর ভিডিও ফুটেজ সংগ্রহকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহম্মেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্ত, মো. ইমনসহ অন্তত আটজন। আহত তৌহিদুল ইসলাম সানভি জানান, বুধবার বিকালে তারা কয়েকজন ছাত্রনেতা বন্ধু শিমুলিয়ার রাঙামাটি এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয়দের মাধ্যমে সেখানে একটি কারখানায় অবৈধভাবে সিসা গলিয়ে মারাত্মক পরিবেশ দূষণ করা হচ্ছে এমন বিষয় জানতে পারেন। তাৎক্ষণিক তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনকে জানালে তাদের কাছে অবৈধ কার্যক্রমের ফুটেজ ধারণ করে পাঠাতে বলে প্রশাসন। পরে অবৈধভাবে সিসা গলানোর ফুটেজ সংগ্রহ করে ফেরার পথে গোহাইলবাড়ি এলাকায় পৌঁছলে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় আটজনকে মারধর ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা রাঙামাটি এলাকায় সিসা কারখানায় গেলে সেখানকার মালিকপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, ঘটনা শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন