প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সউফো শিক্ষা সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা

মোঃ শফিকুল ইসলাম : সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য শিক্ষা শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন ব্যক্তি পাচ্ছেন ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’। গত ১৪ মে ২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। যারা ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে: ১. মোছাঃ শ্যামলী ইসলাম – কবি, শিক্ষক ও সংগঠক; ২. ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল – কবি, শিক্ষক ও সংগঠক; ৩. মোঃ কামরুজ্জামান লিটু – কবি, শিক্ষক ও সংগঠক; ৪. জাহিদ হোসেন মোল্যা – কবি, লেখক ও সংগঠক; ৫. সুভায়ন খীসা – কবি, লেখক ও সংগঠক; এই প্রসঙ্গে ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জন ব্যক্তিকে সম্মাননা প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’ উল্লেখ্য যে, শিক্ষার মান উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো শিক্ষা সম্মাননা ২০২৫’। শুভেচ্ছান্তে: স্বাক্ষরিত/- এস এম দেলোয়ার জাহান প্রতিষ্ঠাতা ও সভাপতি সম্মিলিত উদ্যোক্তা ফোরাম মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ। স্বাক্ষরিত/- তানিয়া পারভীন তামান্না সাধারণ সম্পাদক সম্মিলিত উদ্যোক্তা ফোরাম মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন