প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর শাপাহারে জনসাধারণের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা নির্বহী অফিসার সেলিম আহমেদ

 উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ  নওগাঁর সাপাহারে দীর্ঘ কয়েক বছর আমের মৌসুমে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পরতে হয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। সেই যানজট কমাতে আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এলাকাবাসীর সাথে আলোচনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেছেন। সাপাহার বাজারের জিরো পয়েন্টে প্রবেশ করতে বিভিন্ন প্রবেশ পথগুলো আমের মৌসুমে বন্ধ হয়ে যায়। এ রাস্তাগুলোর দুই পাশের উভয় দিকের ১০ ফিট করে স্থান ফাকা রাখার জন্যে মাইকিং করে সকলকে জানানো হয়। শুক্রবারের মধ্যে প্রধান রাস্তা থেকে ১০ ফিট বা তার অধিক পরিমান জায়গা দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে চূড়ান্ত নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। একই সাথে এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। জনসাধারণের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অবৈধ স্থাপনার কারণে আমের মৌসুমে সড়ক দিযে এপাশ থেকে ওপাশে পার হওয়া মুশকিল হয়ে পরে। এ কারণে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন তারা। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করেন তারা। প্রশাসন সূত্রে জানা গেছে, আমের মৌসুমে দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন