প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর যমুনা নদীতে পড়ে হাবিব নামে এক শিশুর মৃত্যু

উজ্জ্বল কুমার জেলা প্রতি নিধি নওগাঁঃ নওগাঁর ছোট যমুনা নদীতে পড়ে মো. হাবিব (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের তৎপরতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিব নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের গাংজোয়ার গ্রামের বাসিন্দা মো. তসলিমের ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু হাবিব মাছ ধরতে ছোট যমুনা নদীর তীরে যায়। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় জনগণের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তার মামাতো ভাইয়ের উপস্থিতিতে মরদেহটি বাবা মো. তসলিমের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব-স্টেশন অফিসার মো. আরশেদ আলী। অভিযান পরিচালনা করেন লিডার মো. শফিউল ইসলাম এবং তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন অভিজ্ঞ ফায়ার ফাইটার। শিশুটির করুণ মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন