প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনার ঈশ্বরদী সার্কেলে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার

জাকির হোসেন স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার ঈশ্বরদী সার্কেলে গত 18/4/2025 তারিখে কর্মস্থলে যোগদান করেন এই অ্যাডিশনাল এসপি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ`র সমন্বয়ক এবং রাজশাহী ও খুলনা বিভাগীয় স্পেশাল টিমের সভাপতি মো: জাকির হোসেন সহ-সভাপতি রতন আলী সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন কার্যনির্বাহী সদস্য রাসেল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক কুসুম শেখ ঈশ্বরদী সার্কেল অফিস অ্যাডিশনাল এসপি জনাব প্রণব কুমার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈশ্বরদী আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান। স্পেশাল টিমের প্রেসিডেন্ট জনাব মোঃ জাকির হোসেন জানান অ্যাডিশনাল এসপি জনাব প্রণব কুমার আগের দিন রাত্রে তাকে মুঠোফোনে ৩০ মিনিটের অ্যাপার্টমেন্ট দেন সেই অ্যাপার্টমেন্ট অনুযায়ী যখন আমি দেখা করতে যাই এবং প্রণব কুমার স্যারের সাথে মানবাধিকার বিষয় নিয়ে অনেক আলোচনা হয় এবং প্রণব কুমার স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন স্যার আমাদের যথেষ্ট পরিমাণ আপ্যায়ন এবং সম্মান দিয়েছেন এবং তার সাথে কথা বলে এতই ভালো লেগেছে যে সে নিজেই আধা ঘন্টার এপার্টমেন্ট ভুলে গিয়ে আমাদের দেড় ঘন্টা সময় দিয়েছেন ৩৫ তম বিসিএস এর এই অ্যাডিশনাল এসপি জনাব প্রণব কুমারের মত মানুষ যেন প্রতিটা সার্কেল অফিসে যেন নিয়োগ করা হয় প্রণব কুমারের মত এডিশনাল এসপি যদি প্রতিটা সার্কেলে থাকেন তাহলে হয়তো দেশের গরীব দুঃখী অবহেলিত নির্যাতিত নিষ্পেরিত মানুষের মানবাধিকার রক্ষা হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ`র পক্ষ থেকে প্রণব কুমার স্যারের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন