প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সময়িক বরখাস্ত

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বগুড়া গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রানী সরকার কর্তৃক শিক্ষক-কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করায় তার বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের অনাস্থা ছাড়াও আর্থিকসহ নানা অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ৪বার কারণ দর্শানো নোটিশ দেয়া হলে তিনি ২বার জবাব দিলেও তা সন্তোজজনক নয় বলে জানানো হয়েছে। ফলে তাকে সাময়িক বরখাস্ত করার পর বিধি মোতাবেক উপযুক্ত প্রমানদীসহ ১৫দিনের মধ্যে কৈফিয়ত প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় তাকে (প্রধান শিক্ষক ছবি রানী) স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে বিদ্যালয়ের সভাপতি আনোয়ার করিম গত ০৭মে/২৫ স্বাক্ষরিত লিপিতে উল্লেখ করা হয়েছে। এর অনুলিপি দেয়া হয়েছে রাজশাহী শিক্ষা বোডের্র চেয়ারম্যান, শিক্ষা বোডের্র বিদ্যালয় পরিদর্শক, বগুড়া জেলা প্রশাসক, উপ-পরিচালক রাজশাহী অঞ্চল, বগুড়া জেলা শিক্ষা অফিসার, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি আনোয়ার করিম এর সাথে কথা বললে তিনি জানান, গত ০৭মে/২৫ কৃ.উ.বি/২১৪-২০৪/১ স্বারকে প্রধান শিক্ষক ছবি রানী সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষক ছবি রানী সরকার দেশ বিরোধী অপরাধ, স্বেচ্ছায় বিদ্যালয়ে অনপুস্থিত, আর্থিকসহ নানা অনিয়ম দূর্নীতির সঙ্গে জড়িত রয়েছে বলে বিদ্যালয়ের সভাপতি আনোয়ার করিম সাংবাদিকদের জানান। এ বিষয়ে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রানী সরকার এর সাথে কথা বলার জন্য একাধিক বার চেষ্ঠা করা হলে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রানী সরকারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আমি জেনেছি। তবে এখনো কোন কাগজপত্র দেখা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম জানান, আমি অফিসের কাজে বাহিরে থাকায় কাগজপত্র দেখতে পাইনি, তবে ওই বিদ্যালয়ের প্রধানকে সাময়িক বরখাস্ত করার কথা শুনেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন