প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় বিশেষ অভিযানে চালিয়ে আওয়ামীলীগ নেতা ফটিকসহ তার স্ত্রী আসমা গ্রেফতার

 উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ  নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম ফটিক ও তার স্ত্রী আসমা বিবিকে গ্রেফতার করেছে। এছাড়া বিস্ফোরক মামলায় হাবিব হাসান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচরু,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন গত বছরের ২৬আগস্ট মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে উপজেলার পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পারইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে হাবিব হাসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চেক জালিয়াতী মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের মোবারক আলী ফকিরের ছেলে শহিদুল ইসলাম ফটিক (৫৩) ও তার স্ত্রী আসমা বিবি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন