প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দামগাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের হাসানের পরিচালনায় ও প্রধান শিক্ষক জোবায়দুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দামগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, অভিভাবক গনের পক্ষে সাবিনা আক্তার, খায়রুল ইসলাম, ইব্রাহীম মিয়া,আব্দুল করিম,সুলতানা বেগম,সামসুল মিয়া,গোলজার রহমান, কয়সার আলী, রত্না বেগম, শিক্ষক গনের পক্ষে ফারুকুল ইসলাম, তানজিনা নাসরিন, রোমেনা বেগম, আব্দুল হালিম, সুমন সহ নেতৃবৃন্দ।। এ সময় বক্তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃদ্ধি সহ সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন