প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটা উপজেলা বি.সি.ডি.এস এর উদ্দ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন: গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বি.সি.ডি.এস এর উদ্দ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে,২০২৫ খ্রি. রোজ: রবিবার, সময়: বাদ যোহর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বি.সি.ডি.এস এর উদ্দ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা  জুমারবাড়ী বাজার, সাঘাটা, গাইবান্ধা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন  আলহাজ্ব আব্দুল মতিন সোহাগ ,মেডিকেল স্টোর, জুমারবাড়ী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল কবির (রনী) মেসার্স মন্ডল মেডিকেল স্টোর, গাইবান্ধা।প্রধান আলোচক  মোঃ আব্দুর রউফ মিয়া সাবেক চেয়ারম্যান, ৩নং সাঘাটা ইউপি বিশেষ অতিথি জনাব মোঃ নূরুল ইসলাম আকন্দ নাইম মেডিকেল স্টোর,বোনারপাড়া। অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন মোঃ আমিনুল ইসলাম আমিন হামেদী, বোনারপাড়া।আহবানে ছিলেন মোঃ আব্দুর রশিদ, জনাব মোঃ রশিদুল ইসলাম (পাভেল) জনাব মোঃ মিজানুর রহমান, জনাব মোঃ মাসুদ হোসেন,জালালতাইড়,ফলিয়া বাজার ,সাঘাটা,গাইবান্ধা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন