প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন: ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গঠনের পথে

শিল্পী আক্তার, রংপুর :  সাংবাদিকতা একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আর এই দায়িত্ব পালনে সংগঠনের কাঠামো ও নেতৃত্বের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন তাদের ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির খসড়া গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছে, যা একদিকে যেমন আধুনিকতা ও পেশাগত চাহিদার প্রতিফলন, অন্যদিকে তেমনি মানবিক মূল্যবোধ ও লিঙ্গ-নিরপেক্ষ প্রতিনিধিত্বের একটি শক্তিশালী উদাহরণ। জানা গেছে, আগামী ১২ মে ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা করা হবে, এবং নির্বাচনী প্রক্রিয়া শিগগিরই শুরু করবে। এবারের নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ ও আলোচনা তুঙ্গে। কার্যনির্বাহী কমিটির ৯টি পদে যেমন রয়েছে ঐতিহ্যবাহী সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর প্রচার-প্রকাশনা সম্পাদক—তেমনি যুক্ত করা হয়েছে যুগোপযোগী ও প্রগতিশীল দুটি পদ: মানবাধিকার ও আইনি বিষয়ক সম্পাদক এবং মহিলা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য এতে বোঝা যায়, সংগঠনটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও নারী সাংবাদিকদের অধিকার সংরক্ষণের দিকেও সমান গুরুত্ব দিতে চায়। সিনিয়র সাংবাদিক মো. তৌহিদুল ইসলাম বাবলা বলেন, “বর্তমান সময়ে সাংবাদিক সংগঠনের কাঠামো শুধু নেতৃত্ব নির্ধারণ নয়, এটি নীতিগত অবস্থান, মূল্যবোধ ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের এই গঠনধারা একটি ইতিবাচক উদাহরণ। বিশেষ করে ‘মানবাধিকার সম্পাদক’ ও ‘মহিলা সম্পাদক’ পদ দুটি সময়োপযোগী সংযোজন।” রংপুরের প্রিন্ট ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই পদগঠনের প্রশংসা করেছেন। স্থানীয় এক সিনিয়র রিপোর্টার বলেন, “আমরা চাই এমন একটি নেতৃত্ব, যারা শুধু সংবাদ সংগ্রহে স্বাধীনতা নিশ্চিত করবে না, বরং আমাদের ঝুঁকির সময় পাশে দাঁড়াবে। এই কাঠামোতে সেটার ইঙ্গিত আছে।” একজন নারী রিপোর্টার জানান, “ আমরা চাইছিলাম নারীদের জন্য আলাদা প্রতিনিধিত্ব থাকুক। ‘মহিলা সম্পাদক’ পদটি অন্তর্ভুক্ত হওয়ায় আমরা সাহস পাচ্ছি।” রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ৯ সদস্যবিশিষ্ট এই প্রস্তাবিত কমিটি সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি অগ্রসর চিন্তার বহিঃপ্রকাশ। সঠিক ব্যক্তি নির্বাচন এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে এই কাঠামো সাংবাদিকদের অধিকতর ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল করে তুলবে—এমনটাই প্রত্যাশা করছেন পেশাজীবী সমাজ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন