প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার গাবতলীতে পদ্মপাড়া দাখিল মাদ্রাসার শাফি সভাপতি নির্বাচিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর পদ্মপাড়া রহমানিয়া দাখিল মাদ্রাসার খায়রুল হাসান শাফি সভাপতি নির্বাচিত হয়েছে। ১১ মে বগুড়ার গাবতলীর পদ্মপাড়া রহমানিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নির্বাচন ব্যালটের মাধ্যমে সকাল ১০.৪০ মিনিটে শুরু হয়। মোট ভোটার ১০ জন। প্রার্থী ছিলেন খায়রুল হাসান শাফি, নূর আলম ও ফাতেমা জাহান। ১০ জন ভোটারের মধ্যে ১০ জন ভোটার ভোটারিধিকার প্রয়োগ করে এতে খায়রল হাসান শাফি ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা জাহান ১ ভোট পায়, নূর আলম ০ ভোট পায়। নির্বাচনটির প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন