প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

শিবগঞ্জের সাংবাদিক খলিলুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী আজ

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের মৃত ইলিয়াস হোসেনের ছেলে এবং শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান আকন্দ কিডনি রোগের জঠিল সমস্যার কারনে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকের এই দিনে (১০ই মে ২০২৪ই) দুনিয়ার সকল মায়া,মমতা, ভালবাসা ত্যাগ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) তার মৃত্যুতে সাংবাদিক, পরিবার,সহকর্মী, পাড়া- প্রতিবেশী,আত্মীয়-স্বজন সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল।সবাই গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছিলেন। সদা হাস্যোজ্জ্বল, সদালাপি, অমায়িক, বিনয়ী, বন্ধুবৎসল আর প্রাণচাঞ্চল্যে ভরপুর সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক খলিলুর রহমান। তার মৃত্যুতে অাজকের এই দিনে সাংবাদিক মহলসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছিল। জানাজায় বিভিন্ন মহলের অসংখ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। আইন-অঙ্গন, সাংবাদিকতা, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিক খলিলুর রহমান ছিলেন একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। অন্যায়-অবিচার-সামাজিক অসংগতি, নিবর্তনের বিরুদ্ধে আজীবন সোচ্চার ও প্রতিবাদী ছিলেন তিনি। সৎ-উদার, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক সাংবাদিক খলিলুর রহমান রক্তচক্ষু উপেক্ষা করে অসংকোচে সত্য প্রকাশে ছিলেন নির্ভীক। এজন্য তাকে বিভিন্ন সময় কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে। জাতির ক্রান্তিকালে-দুঃসময়ে-গণতন্ত্রের সংকটে তার বলিষ্ঠ ভূমিকা এবং কণ্ঠস্বর অব্যয়-অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল। আপন কর্মক্ষেত্রে নিরলস কর্মনিষ্ঠ কীর্তিমান ভাবে তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। খলিলুর রহমান সাংবাদিক পরিচয়ের চাইতে নিজেকে শিক্ষক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করতেন। ‘স্বাধীন ও শক্তিশালী সংবাদপত্র ব্যতীত কোনো ন্যায়ভিত্তিক, নিরাপদ সমাজ গড়ে উঠতে পারে না’—এই প্রত্যয় নিয়েই তিনি সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমীন। সাংবাদিক খলিলুর রহমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খলিল ভাইয়ের জন্য গভীর শ্রদ্ধা-দোয়া ও বিদায়ী রুহের মাগফেরাত কামনা করেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা সাধারন সম্পাদক শফিউল আলম ডিউ সহ সকল সদস্য বৃন্দ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন