প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের সহযোগী ৪ জন নেতাকর্মী গ্রেপ্তার

উজ্জ্বল কুমার জেলা , প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের আফসার আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগনেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগেরনেতা ও পরানপুর ইউনিয়নের বর্তমান মেম্বার, হটোইর গ্রামের প্রানেশ সরকারের ছেলে প্রদীপ সরকার (৪৫), হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (৩২) ও তুড়ুকগ্রামের আছির উদ্দিনের ছেলে নুর হোসেন (৪০)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন