প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় যুবলীগ নেতা রিংকু গ্রেফতার

 আহসান হাবিব শিবলু, বগুড়া: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা রিংকুকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ১০ মে ২০২৫ ইং রাত্রি আনুমানিক ১২.৩৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর উত্তরপাড়া এলাকা হইতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী,মোঃ এমদাদুল করিম রিংকু (৩০), পিতা-মোঃ রেজাজুল করিম রেজা, সাং-ছিলিমপুর উত্তরপাড়া, থানা ও জেলা-বগুড়া আসামী বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য ছিলেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৬/০৭/২০২৪ ইং আসামী ও তাহার সঙ্গী সহ বগুড়া শহরের গালাপট্রি সংলগ্ন বগুড়া শহর বিএনপির কার্যালয় হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটায়। ঘটনারপর বগুড়া সদর থানার মামলা রুজ হয়। মামলা রুজু হওয়ার পর হইতে আসামী পলাতক ছিল। উক্ত বিষয়ে আসামী গ্রেফতারের অভিযান পরিচালনাকালে ডিবি বগুড়া নেতৃত্বে একটি চৌকশ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তি তে আসামিকে গ্রেফতার করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামীকে উল্লেখিত মামলার গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন