প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী পলাতক আসামী ঝুমুর গ্রেফতার

 আহসান হাবিব শিবলু, বগুড়াঃ বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী মতিন কাউন্সিলরের ভাই মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী পলাতক আসামী ঝুমুর সরকার কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ ঝুমুর সরকার (৩৭), পিতা-মোঃ মজিবর রহমান সরকার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চক সুত্রাপুর (কশাইপাড়া চামড়ার গুদাম), থানা ও জেলা-বগুড়া। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ০৪/০৮/২০২৪ ইং বগুড়া শহরের বড় গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় দুষ্কৃতিকারী সন্ত্রাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমন করে ককটেল. পেট্রোল বোমা বিস্ফোরন ঘটায়, পিস্তল ও কাটা রাইফেল দ্বারা গুলি বর্ষণ করে মৃত মোঃ আঃ মান্নান (৭২)’কে গুলি বিদ্ধ করে হত্যা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১১/০৯/২০২৪ ইং তারিখে বগুড়া সদর থানার মামলা রুজু হওয়ার পর হইতে ধৃত আসামী পলাতক ছিল। এরোপেক্ষিতে ১০/০৫/২০২৫ ইং তারিখে রাত্রি আনুমানিক ০২.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ধুনট মোড় এলাকা হইতে মোঃ ঝুমুর সরকার কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিট সহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামীকে উল্লেখিত মামলার গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন