প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া গাবতলীর দূর্গাহাটা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র চলছে

 গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলীর দূর্গাহাটা ডিগ্রি মাদ্রাসায় নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে গত ৮মে বগুড়ার  গাবতলীর দুর্গাহাটায় পিয়ন কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির  প্রতিবাদে  মানববন্ধন প্রতিবাদ সমাবেশ মাদ্রাসার সুনামক্ষুন্ন সহ অফিস সহকারী মাজেদুর রহমান পিন্টুর নামে অপপ্রচার ছড়াচ্ছে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তিরা। বলে দাবি করছেন পিয়ন আশরাফ ও মাদ্রাসা কতৃপক্ষ। জানাযায় মাদ্রাসার পিয়ন আশরাফ আলী মাদ্রাসার জনৈক নারী শিক্ষার্থীকে শ্লীনতাহানীর চেষ্টা করছে মর্মে প্রচার করা হচ্ছে । মাদ্রাসা কর্তৃপক্ষর বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা ও মাদ্রাসার অফিস সহকারী মাজেদুর রহমান পিন্টু, প্রতিবাদকারী শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে। খোঁজ নিয়ে জানাগেছে, দূর্গাহাটা ডিগ্রি মাদ্রাসায় নারীঘটিত ঘটনার কোন সত্যতা সঠিকভাবে কেউ বলতে পারছে না। স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যাক্তি মাদ্রাসার সুনাম ক্ষুন্ন, পিয়ন আশরাফ আলীর নামে মিথ্যা অপবাদ এবং অফিস সহকারী মাজেদুর রহমান পিন্টুকে বেকায়দায় ফেলতে মিথ্যাভাবে প্রতিবাদসভা ও মানববন্ধন করছে। দুর্গাহাটা মাদ্রাসাার অধ্যক্ষ আব্দুস শাকুরের সাথে কথা বললে তিনি বলেন, আমার কাছে কেউ এ সংকান্ত কোন লিখত অভিযোগ দেয়নি। লিখিত দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গাবতলী মডেল থানার অফসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি দুর্গাহাটা মাদ্রাসার বিষয়ে কিছু জানেন না, থানায় কেউএ সংক্রান্ত লিখিত অভিযোগ করেনি বলেও জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন