প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

নাছির উদ্দিন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এসএসসি ও দাখিল পরীক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকদের জন্য সুপেয় পানি,স্যালাইন,কলম,পেন্সিল ও বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম’র সহযোগিতায় ৭মে ২০২৫ ইং রোজ বুধবার সম্পন্ন হয়েছে, এতে উপস্থিত ছিলেন,ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক,মোঃ খুরশেদ আলম,মুহাম্মদ নাছির উদ্দীন, সদস্য মোঃ আবু সাঈদ রুবেল,মো: সাকিব ছিদ্দিক,ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ তানভীর চৌধুরী,নারায়নহাট আর্দশ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক,মোঃ আব্দুল্লাহ আল মামুন,কলেজ ছাত্রদলনেতা,মোঃ তারেক,মোঃ আতিক,হেয়াকোঁ বনানী ডিগ্রী কলেজ ছাত্রদলনেতা,মোঃরাশেদুল আনোয়ার,মোঃসাইফুল, মোঃমাসুম,১নং বাগান বাজার ইউনিয়ন ছাত্রদলনেতা, মোঃ রাসেল,২নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলনেতা, মোঃ শরিফুল ইসলাম,মোঃ শাহেদুল আলম চৌধুরী,মোঃএরশাদ,মোঃবাবু,মোঃতানভীর,মোঃশাহিন,মোঃইসমাঈল,মোঃশরীফ,৪নং ভূজপুর ইউনিয়ন ছাত্রদলনেতা,মোঃ ইলিয়াছ বাচা,মোঃ সাহেদুল রিজু,৩নং নারায়নহাট ইউনিয়ন ছাত্রদলনেতা,মোঃ সাগর প্রমুখ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন