প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বৃক্ষ প্রেমিক কার্তিক প্রমানিকে সাথে নিয়ে শান্তি নিবিড় পাঠাগার থেকে বৃক্ষরোপন

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ: আজ সকাল দশটার সময় একজন বৃক্ষ প্রেমিক কার্তিক প্রমানিক সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় । এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আখতারুজ্জামান সিহাব, দেলোয়ার জাহান,নরুল ইসলাম নূর, শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ উজ্জামান শেষ মুহূর্তে কার্তিক প্রমানিক তার নিজ হাতে লাগা গাছগুলো দেখিয়ে দেন আনন্দ উৎসাহ দেওয়ার মতো কথা বলেন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা কে কাছে পেয়ে অনুপ্রেরণা কথা বলে তিনি মুগ্ধ করে দেন মোঃ নাহিদ উজ্জামান বলেন রাস্তার ধারে গাছ লাগা অসহায় পরিবারগুলোকে বই পড়তে দেওয়া , অসুস্থ ব্যক্তিদের সহযোগিতা করা, ঈদ উপহার প্রদান করা অসহায় গরীব ব্যক্তিদের মাঝে নিজের কষ্টে পরিশ্রম এর টাকা থেকে নিজের জন্য রেখে বাকিটা টাকা আমি গরিবদের মাঝে বিলিয়ে দেই এটা আমার ভালোলাগা অনুপ্রেরণা কাজ এগুলো এর সাথে আমার সম্পূর্ণ ভালোবাসা মিশে আছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন