প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জামালগঞ্জে “ডেভিল হান্ট” অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

 শংকর ঋষি ,সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু (৪০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আব্দুস সাত্তারের পুত্র। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আলমগীর হোসেন, এসআই সুপ্রাংশু দে দিলু, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৯ মে) রাত দেড়টার দিকে জামালগঞ্জ থানাধীন উত্তর কামলাবাজ থেকে তাকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনফর আলী টুকুর বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন