প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা চীনা রাষ্ট্রদূতের সাথে জামায়াত নেতা ডা: তাহেরের মতবিনিময়

 মো: লুৎফুর রহমান রাকিব : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সাথে মতবিনিময় করেছেন। গতকাল ঢাকার চায়না দূতাবাসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জামায়াত জানিয়েছে, অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজনৈতিক পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে দুই দেশের জনগণ ও সরকারের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে এ ধরনের পারস্পরিক সংলাপ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো জোরদার হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। বালাকোট দিবসের আলোচনা : বালাকোট যুদ্ধে সাইয়্যেদ আহমদ শহীদ বেরলভীর আত্মত্যাগ ও বিরোচিত শাহাদত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সংগ্রামী ইতিহাসের এক অনন্য, গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী অধ্যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বালাকোট দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, ১৮৩১ সালের ৬ মে বালাকোটে ব্রিটিশ মদদপুষ্ট অত্যাচারী শিখদের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে জিহাদ করে হাসিমুখে শাহাদতকে বরণ করে নিয়েছেন আযাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার সাইয়্যেদ আহমদ শহীদ বেরলভী রহ.। একই সাথে শাহাদতবরণ করেন ভারতের নানাপ্রান্ত থেকে আসা ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার স্বপ্নে বিভোর ঈমানদারদের এক বিরাট বহর। এ যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল বিশ্লেষণে মুজাহিদীনদেরকে সুস্পষ্টভাবে বাহ্যিক বিজয়ী বলা যায় না; কিন্তু বালাকোটের মুজাহিদদের জিহাদই এই উপমহাদেশে এখনো ইসলামের নূর প্রজ্বলিত রাখার অন্যতম অনুষঙ্গ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন