প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ফুলছড়ির উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত

 গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালি বাজার আনন্দ বাজার গলা কাটি উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন-এর আয়োজিত বিনামূল্যে রক্ত পরীক্ষা (ব্লাড গ্রুপিং) ক্যাম্পেইন। আজ অনুষ্ঠিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা ক্যাম্প থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আগামীতেও এধরনের ক্যাম্প অব্যাহত থাকবে।” উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান স্যার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্যাম্পেইনের কার্যক্রম পর্যবেক্ষণ ও উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন সুর্য সৈনিক এর সদস্য রাহাদ, আল মামুন ও শামীম আহমেদ, যারা দিনভর অক্লান্ত পরিশ্রম করে ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপপরিচালক কিবরিয়া কাওছার, প্রাক্তন আহ্বায়ক মেহেদী হাসান এবং জ্যেষ্ঠ সদস্য সিমান্ত আহমেদ, যাঁরা গোটা ক্যাম্পেইন কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং রক্ত পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। ফাউন্ডেশনের একাধিক সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দিনভর ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন, যার ফলে ক্যাম্পটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। উল্লেখ্য, উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের অঞ্চলে রক্তদানে উৎসাহ, ব্লাড ডোনেশন ডাটাবেজ তৈরি, জরুরি রক্ত সরবরাহ এবং ফ্রি হেলথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এই ক্যাম্পেইনও তারই ধারাবাহিক অংশ। ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা পায় বিনা খরচে। এই লক্ষ্যেই আমাদের কাজ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন