
মো: লুৎফুর রহমান রাকিব : কুমিল্লার চৌদ্দগ্রামে আল মক্কা ও আল মদিনা ট্রাভেলসের উদ্যোগে হজ¦ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আলহাজ¦ মুফতি মোঃ খোরশেদ আলম। প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে হজে¦র প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আল মক্কা ট্রাভেলস মুন্সিরহাট শাখার পরিচালক মুহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন বাঘারপুস্করণী মাদরাসার মুহতামিম মুফতি খলিলুর রহমান কাসেমী, মুফতি ফরহাতুল্লাহ শাহপরান, মাওলানা নুরুল আমিন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, হাফেজ মামুন, হাফেজ দ্বীন মুহাম্মদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় তাজুল ইসলাম, আবদুল কাদের, শফিকুর রহমান, মন্তু মেস্তরী, সাইফুল ইসলাম, একরামুল হক, সাফাইয়াত আদনান, শেখ আমজাদ, রাসেল মাহমুদসহ সামাজিক ব্যক্তিবর্গ ও হাজীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে আল মক্কা ট্রাভেলস।