প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রংপুরের কোথায় হবে চীনের উপহারের হাসপাতাল, তা এখনো চূড়ান্ত হয়নি

 মাটি মামুন,রংপুর : চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে, তবে কোন জেলায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। বুধবার (৭ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বৃদ্ধি এবং অচল যন্ত্রপাতি দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান।পরিদর্শনকালে নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্সরে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন